Slide 1
Slide 2
Slide 3
Slide 3

সাইফুল ইসলাম সিদ্দিক

ব্যবস্থাপনা পরিচালক, আইসিসি কমিউনিকেশন লিঃ

ব্যালট : ০৮

টেকসই-স্মার্ট আইএসপিএবি রূপকল্প ২০২৪-২৬

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সারথী হিসেবে উদ্যোক্তা জীবনের দুই দশকে একে একে গড়ে তুলেছেন ১০টির অধিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সহস্রাধিক কর্মীর কর্মসংস্থান করে সমৃদ্ধ করেছেন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে।

পেশা ও ব্যবসায় দক্ষতায় একে একে অর্জন করেছেন আইআইজি, আইএসপি, আইএসপিটিএসপি, আইপিটিভি, ভিএসপি, কলসেন্টর ও ভয়েস অ্যাপ লাইসেন্স। এর মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রযুক্তি ও ইন্টারনেট ভিত্তিক উদ্ভাবনী সেবা। দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশেও ছড়িয়ে পড়েছে এই সেবার পরিধি।

ফলশ্রুতিতে বিশ্বের বাংলাদেশী কমিউনিটির কাছে ‘রেডিয়েন্ট আইপিটিভি’ নামটি আজ সুবিদিত। দেশে সবার আগে তারের জঞ্জালমুক্ত ইন্টারনেট সেবা দিয়ে রাজধানী গুলশান এলাকায় আভিজাত্য ফিরিয়ে আনছে। ক্রমেই নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসছে ‘ট্রিপল প্লে’। ক্ষাতকে।

শুধু তাই নয়, অনলাইনে ‘ডিজিবাংলা টিভি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান নিউইয়র্ক থেকে সরাসরি সম্প্রচার করে তিনি প্রমাণ করেছেন তার সংগঠনিক প্রযুক্তি দক্ষতাকে। এভাবেই তার হাত ধরেই দেশে ইন্টারনেট সেবায় যুক্ত হয়েছে ভ্যালু অ্যাডেড সেবা। রাজনৈতিক কার্যক্রমে স্মার্ট ‘লাইভ’ সম্প্রচার করছেন। ব্যক্তিগত ব্যবসায়ের পাশাপাশি জাতীয় ভাবে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠাকাল থেকেই দেশের প্রথম তথ্য-প্রযুক্তি পেশাজীবি সংগঠন- বিসিএস, সফটওয়্যার খাতের সংগঠন বেসিস এবং ডিজাটল বাংলাদেশ রূপকল্প প্রতিষ্ঠার অন্যতম অংশীদার আইএসপিএবি’র সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একইসঙ্গে ব্যবসায় সংগঠন অ্যামচ্যাম ও ডিসিসিআই এর সদস্য হিসেবেও দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রতিনিধিত্ব করছেন। ।

কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকত্তোর শেষ করার আগেই নিজেকে নিয়োজিত করেন উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জে। ১৯৯৭ সালে ইন্টারন্যাশনাল কম্পিউটার কানেকশন (আইসিসি) গড়ে তুলে ডেল, এইচপি, সিসকো ও মাইক্রোসফটের মতো বিশ্ব নন্দিত প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের মিতালী গড়ে তোলেন। পেশাজীবনের সফলতায় এরপর আর পেছনে ফিরে তাকাননি। দুর্বার গতিতে একে একে গড়ে তোলেন আইসিসি কমিউনিকেশনস লিঃ (২০১০), আইসিসি টেলিসার্ভিসেস লিঃ (২০১২),ডিজিটালবাংলা মিডিয়া লিঃ (২০১৬),পিয়ারএক্স নেটওয়ার্কস (২০১৮), ট্রাভোজেট (২০১৮), আয়না ওটিটি (২০২২)। এতোগুলো প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জে এগিয়ে থেকেও পিছিয়ে যাননি আর্তমানবতার সেবার ব্রত থেকে। দেশের দুঃস্থ-গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক জীবনমানের উন্নয়নে ২০১০ সাল থেকে কিউআইএস (কামরুল ইসলাম সিদ্দিক) মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করে আসছেন।

ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে শহর-গ্রামের দূরত্ব ও বৈষম্য ঘুচে দিতে দেশের সকল আইএসপি প্রতিষ্ঠানের ক্ষমতায়নের ব্রত নিয়ে ছুটে চলছেন তারুণ্যের গতিতে। উদ্ভাবন, সৃজনশীলতায় তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্বে বৈশ্বিক স্মার্টনেস যুক্ত করতে চান আইএসপিএবি-তে। একইসঙ্গে এই স্মার্ট আইএসপিএবি যেন টেকসই হয় তা নিশ্চিত করতে চান কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে প্রতিষ্ঠিতদের মেলবন্ধন রচনার মাধ্যমে।

hero

Countdown to Election

  • days
  • Hours
  • Minutes
  • Seconds

দৈনন্দিন নির্বাচনী কার্যক্রম

সকাল ১০টা

বিটিআরসির উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক।

সন্ধা ৭ টা

বেসিসের ২৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান

দুপুর ১২ টা

মাই-নক ক্রিকেট টুর্নামেন্ট & বনভোজন

দুপুর ৩ টা

মনোনয়ন জমা

সকাল ১১ টা

মনোনয়ন উঠানো

Copyright All Rights Reserverd 2024-2026