প্রেক্ষাপট

কেন ফের এবং স্বতন্ত্র ?

আগামী ১৬ মার্চ আইএসপিএবি ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। প্রাণের সংগঠনের সহযোদ্ধাদের ভোটে ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচিত হয়েছিলাম। গতবারে প্যানেলে থেকে এবার কেন একা নির্বাচনে প্রার্থী হলাম, সেই প্রশ্নটা স্বাভাবিক। এর উত্তরটা দেয়া জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ব বলে মনে করি। উত্তরটা সহজ, আমাদের পেশাদারিত্বের পরিচয় বহনকারী সংগঠনটি যেন গণতান্ত্রিক ধারাবাহিকতায় এক নায়কোচিত ভোটের প্রশ্নে না পরে সে জন্যই প্রার্থী হয়েছি। প্রার্থী হয়েছি, ইন্টারনেটের সূতিকাগারের অভিজ্ঞতা থেকে প্রকৃত অর্থেই স্মার্ট আইএসপিবি-কে টেকসই করার অভিপ্রায় নিয়ে। করোনার অভিঘাতে প্রাতিষ্ঠানিক কাজ যে সময় আর স্থানে আটকে থাকে না তা হয়তো আমাকে প্রমাণ করার আর প্রয়োজন নেই। তাই স্বপ্ন দেখি, এমন একটি আইএসপিএবি যেখানে এই পরিবারের সদস্যদের জন্য স্থান-কাল কোনো ম্যাটার করবে না। সেবা পেতে ধরণা দিতে হবে না; বরং সেবাই তাদের কাছে গিয়ে হাজির হবে। দূরদর্শী দৃষ্টিতে চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাতে নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু দক্ষতা অর্জনই নয়; নীতি প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেক সদস্যের ক্ষমতায়নকে প্রতিষ্ঠিত করবে।

বস্তুত, স্বতস্ফূর্ত অংশ গ্রহণের ভোট নিয়ে পর্দার অন্তরালের গুঞ্জনের সত্য-মিথ্যা নিরূপন আমার কাজ নয়। আমার লক্ষ্য অটুট। কল্যাণ, সোহার্দ্য আর ন্যায্যতা প্রতিষ্ঠা। তাই আমি মনে করি, এক্ষেত্রে সময়ই সবচেয়ে বড় বিচারক। উত্তম জবাবদাতা।

Copyright All Rights Reserverd 2024-2026