ইশতেহার

বুলেট উপস্থাপনায় নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কী করতে চাই

প্রথম প্রান্তিক (১ম থেকে ৪র্থ মাসে)
১. স্থায়ী অফিসে কার্যক্রম শুরু
২. সবাইকে নিয়ে অভিষেক অনুষ্ঠান
৩. পরবর্তী দুই বছরের জন্য নির্বাচিত পরিচালকদের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টন
৪. প্রথম বছরের বাজেট পরিকল্পনা প্রণয়ন
৫. আইএসপিএবি সচিবালয়কে শক্তিশালী করতে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ
৬. সদস্যদের জন্য অ্যাক্টিভ শেয়ারিং অর্জন
৭. আইআইজি/আইএসপি-কে আইএসপি নীতিমালায় অন্তর্ভূক্তকরণ

দ্বিতীয় প্রান্তিক (৫ম থেকে ৮ম মাসে)
৮. সকল ক্যাটাগরি আইএসপি’র জন্য সিডিএন নিশ্চিত করা
৯. সহযোগী সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্তি নীতি বাস্তবায়ন
১০. আইএসপিএবি-তে প্রকৌশল ও উদ্ধাবন (E&I) বিভাগ প্রতিষ্ঠা
১১. গণমাধ্যম কর্মীদের নেতৃত্বে একটি জনসংযোগ ও গণযোগাযোগ বিভাগ স্থাপন
১২. অবৈধভাবে আইএসপি ব্যবসা বন্ধে টেলকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

তৃতীয় প্রান্তিক (৯ম থেকে ১২তম মাসে)
১৩. বিটিআরসি কমপ্লায়েন্স বাস্তবায়ন, লাইসেন্স হালনাগাদ করণ ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় (DIS) সদস্যদের জন্য ওয়ান স্টপ হেল্পডেস্ক স্থাপন
১৪. প্রথম সাধারণ সভা অনুষ্ঠান
১৫. বিটিআরসি থেকে আইএসপি-দের জন্য আইপিটিভি/ওটিট লাইসেন্স প্রাপ্তি
১৬. বার্ষিক আইএসপি মেলার আয়োজন

চতুর্থ প্রান্তিক (১৩তম থেকে ১৬তম মাসে)
১৭. রাজধানীর সৌন্দর্য রক্ষায় সব ধরনের ঝুলন্ত তার সঞ্চালনে একক কাঠামো তৈরি
১৮. ঢাকায় এপনিক ৫৯ উদযাপন
১৯. আইএসপিএবি-তে নতুন প্রশিক্ষণ সেন্টার ও ল্যাব স্থাপন
২০. আইএসপিএবি’র নতুন অফিসে নিক্স স্থাপন
২১. সদস্যদের দেশের বাইরে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ

পঞ্চম প্রান্তিক (১৭তম থেকে ২০তম মাসে)
২২. ধানমন্ডির মতো গুলশান, বারিধারা ও মোহাম্মাদপুরে প্রকল্প গ্রহণ করে ভূর্গস্থ সঞ্চালন লাইন স্থাপন
২৩. বেসরকারি খাতে নতুন এনটিটিএন লাইসেন্স দিতে সরকারকে বোঝানো
২৪. আইএসপি’র জন্য আইওটি প্লাটফর্ম স্থাপন
২৫. আইএসপি ব্যবসায়ের উন্নয়নে এআই টুল তৈরি

ষষ্ঠ প্রান্তিক ( ২১তম থেকে ২৪তম মাসে)
২৬. আইআএসপি ব্যবসায় টেকসই করতে বিটিআরসি’র মাধ্যমে ইউনিফাইড লাইসেন্স তৈরি
২৭. সকল আইএসপি’র জন্য প্রাইভেট ডিডস প্লাটফর্ম উন্নয়ন ও উন্মোচন
২৮. আইএসপি’র সঙ্গী হতে নতুন বৈশ্বিক সিডিএন কোম্পানিগুলোকে আহ্বান
২৯. দ্বিতীয় বার্ষিক মেলা আয়োজন
৩০. পরবর্তী কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠান

Copyright All Rights Reserverd 2024-2026